জেলার খবর

আঠারো মাইল, কয়রা ভায়া তালা-পাইকগাছার ৬১ কিঃমিঃ সড়ক সংষ্কারে ৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে মেগা প্রকল্পের উদ্বোধন

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

আঠারো মাইল, কয়রা ভায়া তালা-পাইকগাছার ৬১ কিঃমিঃ সড়ক সংষ্কারে ৩শ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে মেগা প্রকল্পের উদ্বোধন

উদ্বোধন হল ৩ শ’ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে খুলনা-কয়রা সড়কের আঠারো মাইল হতে কয়রা’ ভায়া পাইকগাছা ৬১ কিঃ মিঃ সড়কের প্রশস্ত ও বাঁক সরলীকরণ মেগা প্রকল্পের। বৃহস্পতিবার সকালে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু সড়কের আঠারো মাইল এলাকায় এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সড়ক ও জনপদ বিভগের খুলনা’র নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী রফিকুল ইসলাম, কার্যসহকারী শামিম আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী-পেষার মানুষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ অধিবেশনে খুলনা-৬’র এমপি মোঃ আকতারুজ্জামান বাবু প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষন করে জেলার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল হতে সাতক্ষীরার তালা হয়ে খুলনার সুন্দরবন ঘেষা পাইকগাছা-কয়রা পর্যন্ত আকা-বাঁকা ঝুকিপূর্ণ সড়কের প্রশস্ত ও বাঁক সরলীকরণের দাবী উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার ১৮ মাইল হতে- সুন্দরবন সংলগ্ন কয়রা পর্যন্ত ৪৫ টি বাঁক সরলীকরণসহ ৬১ কিঃ মিঃ সড়ক উন্নয়নে ৩শ’ ৩৯ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্ধ দেন।

সড়কের এ মেগা প্রকল্প উদ্বোধনকালে সাংসদ আক্তারুজ্জামান বাবু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতা পরবর্তী পাইকগাছা-কয়রার সড়ক উন্নয়নে এটাই সর্বোচ্চ সরকারী ব্যয় বরাদ্দ। এ সময় তিনি আরো বলেন, সড়কটি’র নির্মাণ কাজ শেষ হলে জনপদে সড়ক যোগাযোগ ব্যবস্থায় সূচনা হবে নবদিগন্তের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button