নরসিংদী’তে নিজ গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প চালু করে দুস্থদের মাঝে চিকিৎসা সেবা দিলেন ডাঃ মাসুম মৃধা
সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী’তে নিজ গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প চালু করে দুস্থদের মাঝে চিকিৎসা সেবা দিলেন ডাঃ মাসুম মৃধা
মানবতা এখনো হারিয়ে যায়নি, তারই একটি উদাহরণ হলো ডাঃ মাসুম মৃধা, তিনি গত ০৫/০৪/২০২১ইং রোজ সোমবার ‘যুব শক্তি সমাজ সংঘের’ উদ্বোগে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সৈয়দ নগর বাসস্ট্যান্ড নিজ প্রতিষ্ঠান “ন্যাশনাল হোমিও মেডিকেল সেন্টার”এর সামনে ফ্রী মেডিকেল ক্যাম্প চালু করে দুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন।
তিনি সেদিন অসংখ্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি বিশ্বাস করেন মানব সেবাই প্রকৃত ধর্ম,আল্লাহকে খুশি করার জন্যই তিনি নিঃস্বার্থ ভাবে মানব সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখে। তার এই মহৎ কাজের জন্য সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে সকলের কাছে হয়েছেন প্রশংসনীয়।
মানব সেবার মাধ্যমেই অতি সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাই তিনি ছুটে চলেছেন মানব সেবায়। হোমিওপ্যাথিক চিকিৎসার প্রাণ পুরুষ ও স্বনামধন্য চিকিৎসক,লেখক,কলেজ শিক্ষক ও একাধিক বার সম্মাননা ও গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত-ডাঃ মোঃ মাসুম মৃধা, বি.এইচ.এম.এস-ঢাকা বিশ্ববিদ্যালয়,উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত-ভারত, প্রভাষক,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
তিনি তরুণ কন্ঠকে জানায় মানুষের সেবা করতে পারলেই তিনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। তাছাড়া তিনি ভবিষ্যতে নরসিংদীতে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করবেন,যেখান থেকে সাধারণ মানুষ কম খরচে সুশিক্ষা ব্যবস্থা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারে।
একজন মানবিক চিকিৎসক হিসেবে দেশ বিদেশে রয়েছে তার ব্যাপক পরিচিতি।অনলাইনের মাধ্যমেও চিকিৎসা সেবা নিয়ে থাকে অসংখ্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা। “ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ” উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিধ জনাব, খন্দকার মোস্তাক আহম্মেদ, খন্দকার মতিউর রহমান মাতেন মাস্টার, খন্দকার হাসান উল সানি এলিছ,চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ, কবি আনোয়ার হোসেন, আবুল বাশার খান,সদস্য-পুটিয়া ইউনিয়ন পরিষদ, কাওসার আহম্মেদ, সাধারণ সম্পাদক নরসিংদী শহর ছাত্র লীগ,আরও উপস্থিত ছিলেন-যুব শক্তি সমাজ সংঘের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা। ডাঃ মোঃ মাসুম মৃধা ৬ই ফেব্রুয়ারি ১৯৮৩ ইং সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সৈয়দ নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বাবা-আলী হোসেন মৃধা ছিলেন একজন সৎ,বিনয়ী, সমাজ সেবক, দানশীল, স্বনামধন্য ব্যবসায়িক ও টেক্সটাইল মিলের মালিক। মা-আনোয়ারা বেগম একজন সৎ,বিনয়ী ও ধার্মিক গৃহিণী।