লেবাসের কারণে চাকরিচ্যুত করা হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র দুই প্রভাষককে
আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
লেবাসের কারণে চাকরিচ্যুত করা হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র দুই প্রভাষককে
মুহাম্মদ আব্দুল হালিম ১২ বছর থেকে এবং মুহাম্মদ মুজাহিদ দীর্ঘ ১০ বছর থেকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সিনিয়র প্রভাষক হিসেবে কাজ করছেন। এই দুইজন নবিজীর সুন্নাহকে ভালোবেসে দৈনিক পাঞ্জাবী, টুপি পরে কলেজে ক্লাস নিতেন।
সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, কোন শিক্ষক পাঞ্জাবী, এবং ইসলামী লেবাস পরে কলেজে ক্লাস নিতে পারবে না। তাঁরা এই সিদ্ধান্ত কোন অবস্থায় গ্রহণ করেন নি।
এ প্রসঙ্গে সিনিয়র প্রভাষক মুহাম্মদ আব্দুল হালিম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘটনার উল্লেখ করে মোবাইল ফোনে জানালেন “বিগত ৪ মাস থেকে আমাদেরকে নোটিশ দেয়া হয়েছে,শোকজ করা হয়েছে যে কাপড় অর্থাৎ ইসলামিক লেবাস পরিবর্তন না করেন তাহলে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে,প্রভাষক হালিম বলেন গত ৩১ মার্চ কর্তৃপক্ষকে তিনি জানান সার্ট প্যান্ট পড়া তাঁর পক্ষে কোন ভাবেই সম্ভব না,ঐদিন রাতেই কলেজের ভাইস প্রিন্সিপাল মৌখিকভাবে জানালেন আপনি আর কলেজের কোন কার্যক্রমে অংশ গ্রহণ অথবা কোন ক্লাস নিতে পারবেন না,পাশাপাশি আপনার বেতন ভাতা বন্ধ। প্রভাষক মুহাম্মদ আব্দুল হালিম আরও বলেন দুনিয়ার দু’টাকার চাকরির দায়ে নবীজীর সুন্নাতী লেবাস পরিবর্তন করে নিতে সম্মতি হয়নি। ফলে ভাগ্যে জুটে চাকরিচ্যুতি”।
দীর্ঘদিন চাকরি করার পর এই যদি হয় তাঁদের অপরাধ সুতরাং জানিনা কর্তৃপক্ষ এব্যাপারে কি ব্যাখ্যা দিবেন। যদি প্রতিষ্ঠানের কোন ড্রেসকোড থাকে তাও পরিস্কার করা উচিত
রিপোর্ট লেখা চলাকালীন এরই প্রতিবাদে প্রতিষ্ঠানের পুরানো ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসের সামনে মানববন্ধন করছে।