জেলার খবর

পাইকগাছায় চোর, ডাকাত, মাদকদ্রব্য সন্ত্রাসী নির্মুলে পুলিশ কাজ করছে, এসপি মাহামুদ হাসান

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় চোর, ডাকাত, মাদকদ্রব্য সন্ত্রাসী নির্মুলে পুলিশ কাজ করছে, এসপি মাহামুদ হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অপরাধমুলক কর্মকাণ্ড নির্মূলে কাজ করছে পুলিশ। এলাকায় ডাকাত, চোর, ছিনতাই, মাদকদ্রব্য, সন্ত্রাসী নির্মুলে কোন আপোষ করা হবে না।

পুলিশের সেবা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রভাবমুক্ত হয়ে পাইকগাছা উপজেলাবাসীকে সেবা করার জন্য পাইকগাছা থানার ওসি এজাজ শফী কে নির্দেশনা প্রদানে এসব কথা বলেন খুলনা পুলিশ সুপার মাহামুদ হাসান। মঙ্গলবার সন্ধ্যার পর পাইকগাছা থানা চত্বরে সুধীজনদের সাথে মতবিনিময় করেন তিনি।

থানা ওসি এজাজ শফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এ এস পি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দাউদ শরীফ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রভাষক মইনুল ইসলাম, এফ এম বদিউর জামান, উজ্জ্বল কুমার দাস, রায়হান পারভেজ রনি প্রমুখ।

মতবিনিময় শেষে থানা পুলিশিং ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সুধীজনদের সাথে নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন সেলের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মাহামুদ হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button