টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের ছাত্রলীগ নেতা এস. এম জোবায়ের (২৯)এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
গত রবিবার (২৮ শে মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার হতেয়া ইউনিয়নের আরিঙ্গার চালা এলাকায় একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটেছে।
পরে রাতেই গুরুতর আহত জোবায়েরকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্বৃত্তদের কোপে তাঁর ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তাঁর এক পায়েও কোপানো হয়েছে।
জোবায়ের উপজেলার কালমেঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনের ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগেরও সদস্য ছিলেন।
জোবায়েরের বড় ভাই জাহিদ হোসেন বলেন, রবিবার রাতে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বচতলবাইদ গ্রামে একটি গানের অনুষ্ঠানে যান জোবায়ের। রাত সাড়ে ৯টার দিকে ওই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে অনুষ্ঠান স্থলের পাশেই ২০ থেকে ২৫ জন তরুণ ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে ওই তরুণেরা দা, রড নিয়ে জোবায়েরের ওপর হামলা করেন।
দায়ের কোপে জোবায়েরের ডান হাতের কবজি প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অনুষ্ঠানের লোকজন জোবায়েরকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কারা হামলা করেছে জানতে চাইলে জোবায়ের এর বড় ভাই জাহিদ হোসেন মুঠোফোনে বলেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমের অনুসারীরা এ হামলা করেছেন। আজ সোমবার তাঁদের নামে মামলা করা হবে।
তবে বহুরিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া সেলিম হামলার বিষয়ে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে জানান।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ব্যাপারে কেউ এখনো মামলা করতে থানায় আসেননি। তবে কেউ বাদী হয়ে মামলা করলে মামলাটি গ্রহণ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।