ধামরাইয়ে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি
ঢাকার ধামরাইয়ে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে রবিবার।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যপী র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৭শে মার্চ) ধামরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
ঢাকার ধামরাইয়ে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেছিলেন স্হানীয় ধামরাইয়ের এমপি আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে এ’সময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ ,মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান,সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
মেলায় উপজেলা পর্যায়ের ২৭টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ২৭টি স্টলের মাধ্যমে সরকারের গত ১২ বছরে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।
২৮ মার্চ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলা শেষ হয়।