বরিশালে “রূপকল্প ২০৪১ঃ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন এবং উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশাল জেলা প্রশাসন “রূপকল্প ২০৪১ঃ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনারের আয়োজন করে। ২৮ মার্চ ২০২১ তারিখ সকাল ১০ টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদালয়ের মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইয়ুম।
সেমিনারে বক্তারা উন্নয়নের সকল সেক্টরে এ পর্যন্ত বাংলাদেশের অর্জনসমূহ তুলে ধরেন। পাশাপাশি রূপকল্প ২০৪১ বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ এবং তা উত্তরণে করনীয় বিষয়াদি তুলে ধরেন। সকলে সম্মিলিতভাবে একতাবদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গঠনে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।