জেলার খবর

বিজয়’৭১ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

মো: মাসুম বাবুল, চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিজয়’৭১ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু চত্বরে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্প অর্পণ এর মাধ্যমে দিবসটি পালিত হয়।

বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি নাট্যজন সজল চৌধুরীর সভাপতিত্বে এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের মহাসচিব লায়ন ডাঃআর কে রুবেল অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মহিলা সম্পাদিকা শিল্পী বসাক, অধ্যাপক উত্তম কুমার আচার্য্য, উত্তম কুমার দে, রোপি দাস, মৃণাল কান্তি দাস, মিনহাজুল ইসলাম,জয় দাস, মোঃ আব্দুল নুর, মোঃ ফরহাদ, শফিউল আলম টিটু, স্বাধীন সংবাদের বিভাগীয় বিশেষ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ জুবাইর, ক্রাইম রিপোর্টার খলিল আহমদ, বাকলিয়া থানা প্রতিনিধি মোঃ শফিউল আজম রুবেল, মহানগর প্রতিনিধি ফিরোজ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০২১ইং সালের ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, কারণ একদিকে স্বাধীনতার ৫০ বছর এবং অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী । আরো বলেন,একাত্তুরের নয় মাস যুদ্ধে সকল শহীদ এবং মা বোনদের সম্ভ্রমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্মরণ করছি তাদের অবদান। শহীদদের স্মরণে, মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ আমাদের এই স্বাধীনতা দিবস।

বক্তারা আরো বলেন, ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান; শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব। ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এ জন্য আমরা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে তাঁর সকল কর্মকান্ডে সহযাত্রী হিসেবে থাকার অঙ্গীকার ঘোষণা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button