দক্ষিণ সুনামগঞ্জে বার বছরের কিশোর খুন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই পয়েন্টে মো: ইমন আহমদ (১২) নামের এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোর শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. ইমন আহমদের মা রুজিনা বেগমের অন্যত্র বিবাহ হওয়ায় সে ছোট বেলা থেকে তার নানা মুক্তাখাই গ্রামের আরজ আলীর বাড়ীতে বসবাস করত। তাহার নানার অভাব অনটনের সংসার হওয়ায় মুক্তাখাই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আজাদ মিয়ার বাড়ীতে গরু চড়ানোর কাজ করত এবং রাতের বেলায় তাহার নানার বাড়ীতে থাকত।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মুক্তাখাই পয়েন্টে আজাদ মিয়ার ফার্নিচারের দোকানের কাঠমিস্ত্রী ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে সায়মন মিয়া ও নিহত মো: ইমন আহমদের রাতের খাবার শেষে কাঠমিস্ত্রীর প্ররোচনায় ইমন আহমদ কাঠমিস্ত্রী সায়মনের সাথে ফার্নিচারের দোকানে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন বুধবার (২৪ মার্চ) সকালে ফার্নিচারের মালিক আজাদ মিয়া দোকান খুলতে দেরী দেখে দোকানে গিয়ে দরজা বাহির থেকে রশি দিয়ে বাঁধা দেখতে পান।
তখন তিনি দরজা খুলে দোকানে প্রবেশ করে ইমনের শ্বাসনালীর নিচে বাটাইলের ঘাই ও রক্তাক্ত মৃত দেহ বিছানায় পড়ে দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় মুক্তাখাই গ্রামে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে নিহত মো: ইমন আহমদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তবে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকেই কাঠমিস্ত্রী সায়মন মিয়া পলাতক রয়েছে।দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন।