শিক্ষাঙ্গন

দোয়ারাবাজারে জাল সনদে একযুগ চাকরি দুই শিক্ষক পলাতক

মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে জাল সনদে একযুগ চাকরি দুই শিক্ষক পলাতক

জাল নিবন্ধন সনদে একযুগ চাকরি করার পর ফেঁসে গেলেন দোয়ারাবাজারে দুই শিক্ষক। তারা হলেন হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফিরোজ আহমেদ ও রেজাউল করিম। ফিরোজ পান্ডারগাঁও গ্রামের আবরু মিয়ার ছেলে এবং রেজাউল নাটোর জেলার লালপুর উপজেলার বরবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাইয়ে ওই দুজনের শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ভুয়া প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে তারা পলাতক রয়েছেন। মামলার এজাহার ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ফিরোজ আহমেদ ২০০৯ সালের ৩১ ডিসেম্বর এবং রেজাউল করিম একই বছরের দুই অক্টোবর চাকরিতে যোগদান করেন।

২০১২ সালের এক নভেম্বর তারা এমপিওভুক্ত হন। এদিকে জাল সনদে চাকরির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ২১ ফেব্রুয়ারি তাদের নিবন্ধন সনদ যাচাই করতে এনটিআরসিএ বরাবরে চিঠি পাঠায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button