ধামরাইয়ে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ বেনজীর আহমদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাংসদ বেনজীর আহমদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান
ঢাকা জেলার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সোমবার (২২শে মার্চ- ২০২১ খ্রীস্টাব্দ)দিনব্যাপী ঢাকা জেলা পরিষদের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি,ঢাকা২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ ও ঢাকা জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, সানোড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ লাল্টু, ঢাকা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সুধীজন।
উদ্বোধনকৃত ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ধামরাই উপজেলাধীন পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন প্রকল্প-
(১)ইসলামপুর জামে মসজিদের উন্নয়ন কাজ। (২)জামিয়া ইসলামিয়া হাফিজিয়া ইসলামপুর মাদ্রাসার দ্বিতীয় তলার নির্মাণ কাজ। (৩)নান্নার ইউনিয়নে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ। (৪)সুয়াপুর ইউনিয়নে সুয়াপুর উত্তরপাড়া পুকুরের ঘাটলা নির্মাণ। (৫)সুয়াপুর ইউনিয়নে নান্নার উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার নির্মাণ কাজ। (৬)ভাড়ারিয়া ইউনিয়ন এ ভাড়ারিয়া বাজার হতে শিমুলিয়া বাজারে যাওয়ার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন।
(৭)বাইশাকান্দা ইউনিয়ন এ শিংশ্রী বাজার হতে সিংশ্রী দক্ষিণ পাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা এইচ বি বি দ্বারা উন্নয়ন। (৮)কুশুরা ইউনিয়নে কান্টাহাটি জামে মসজিদের নিচতলা মার্বেল পাথর স্থাপন।(৯)বাইশাকান্দা ইউনিয়ন এ বাইশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ হতে কাছৈর গ্রাম আমতলী রাস্তা আরসিসি ঢালাই করে উন্নয়ন। (১০)আমতা ইউনিয়নে বড় জ্যাঠাইল আল মদিনা জামে মসজিদ সংলগ্ন রাস্তা হতে ঈদগা মাঠ পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।