ছাতকের ৩ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল
আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকের ৩ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন পত্র দাখিল
সুনামগঞ্জ জেলার ছাতকের ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫ ঘটিকা পর্যন্ত উপজেলার নোয়ারাই, ভাতগাও ও সিংচাপইড় ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ১৩৬ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শুক্রবার (১৯ মার্চ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান। নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল, স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সামছুর রহমান, মোশারফ হোসেন ও নাসির উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ভাতগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, স্বতন্ত্র হিসেবে মোঃ গিয়াস মিয়া, উবায়দুল হক শাহীন, লিক্সন মিয়া ও মোঃ কবির মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল, জাতীয় পার্টি মনোনীত আনোয়ার হোসেন, স্বতন্ত্র হিসেবে সাবেক চেয়ারম্যান মোজাহিদ আলী, মোঃ রাসেল মিয়া, সায়েম আহমদ, মোঃ ফারুক মিয়া ও আব্দুল আহাদ তালুকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।