ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ প্রার্থী দেয়া হোক সৎ ও ত্যাগি নেতাদের
আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন বাবুলঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ প্রার্থী দেয়া হোক সৎ ও ত্যাগি নেতাদের


আমরা দেশের সাধারণ জনগন, আমাদের প্রত্যাশা গ্রামে গঞ্জে শান্তি শৃঙ্খলায় দিনাতিপাত করা। আমরা অনেকই জানিনা, কারা কি ভাবে দূর্নীতি করে,মাদকের ব্যবসা করে আরো কতো কি করে। আমাদের চাওয়া একটাই তা হলো শান্তি মতো গ্রামে বসবাস করা।
আর এই শান্তিটা অনেকটা নির্ভর করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপর কারন তারা জানেন, গ্রামের কার বাড়িতে কি রান্না করা হয়েছে। কোথায় কি হচ্ছে বা হবে।
আর এই চেয়ারম্যানদের উপর নির্ভর করে উপজেলা রাজনীতি তথা উপজেলা চেয়ারম্যান এমনকি স্হানীয় সাংসদ পর্যন্ত।
তাই সরকার দলীয়, বিরোধী দলীয় নীতি নির্ধারকদের তথা জেলা ও উপজেলা পর্যায়ের নীতি নির্ধারনী পরিষদের নিকট প্রার্থনা রইল আপনারা আপনাদের দলীয় প্রার্থী দেয়ার পূর্বে, খোঁজ খবর নিয়ে দেখবেন তারা কি জনগনের সাথে আছে না কি?
গম, চাউল চুরি, সন্ত্রাস, ধর্ষন,দূর্নীতি ও মাদকের ব্যবসার সাথে জড়িত আছে। তবে প্রয়োজনে বিশ্বস্ত বা গোয়েন্দা সংস্থার লোক জনের মাধ্যমেও খোঁজ নেয়া যেতে পারে। আর এর মাধ্যমে হয়তো ভবিষ্যতে উপজেলা নির্বাচনে অথবা সাংসদ নির্বাচনে আপনাদের দল উপকৃত হবে এবং তার সাথে আমরা গ্রামে গঞ্জে যারা বসবাস করছি হয়তো একটু শান্তিতে দিনাতিপাত করতে পারবো।
লেখকঃ
সম্পাদক, বিডিখবর24ডট কম।
নির্বাহী সম্পাদক, নিউজ জাতীয় বাংলাদেশ ডট কম।