আরো...

ধামরাই উপজেলা অঙ্গনের শিব মন্দিরে দুইদিন ব্যাপী শিব চতুর্দশী উৎসব উদযাপন শুরু

স্টাফ রিপোর্টারঃ

ধামরাই উপজেলা অঙ্গনের শিব মন্দিরে দুইদিন ব্যাপী শিব চতুর্দশী উৎসব উদযাপন শুরু

ঢাকার ধামরাই উপজেলা অঙ্গণের শ্রীশ্রী শিব মন্দির অঙ্গনে প্রতিবারের ন্যয় এবারও দুইদিন ব্যাপী শিবচতুর্দশী উৎসব-২০২১ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ই মার্চ-২০২১ খ্রীস্টাব্দ) দুপুর থেকে পরমেশ্বর ভগবান শ্রীশ্রী শিব এর ভক্তগন উপবাসী থেকে শিবের মাথায় পত্র,পুষ্প,জল, দুধ ঘি, মধু দই সহ বিভিন্ন ফলমূল নিবেদন করেছে হাজারো উপবাসী নর-নারীগণ। প্রতি প্রহরে ভক্তগন শিবের মাথায় জল ও বিভিন্ন দ্রব্যাদি নিবেদন করেন।

ধামরাই উপজেলা অঙ্গনের শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু বলেন এবারের শিব চতুর্দশী উৎসব অন্য বারের থেকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে দীর্ঘ দিন মানুষ আতঙ্কে ও প্রিয় জন হারানোর বেদনায় করোনায় সংক্রমণের ভয়ে ঘরমুখো ছিল দীর্ঘ দিন।

তাই স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে সংক্ষিপ্ত পরিসরে ধর্মীয় আনুষ্ঠানিক বজায় রেখে উদযাপন করা হচ্ছে সেই সাথে পরমেশ্বর ভগবান শিবের নিকট আমাদের সম্মিলিত প্রার্থনা বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি ও বিশ্বের সকল মানুষকে স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন দান করার জন্য। এ”সময় আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি তারক নাথ ঘোষ, স্বপন পাল, প্রান গোপাল পাল (পানু,),সঞ্জীব পাল, রাজিব পাল,মনু ধর, দুলাল সরকার সহ অন্যান্য কর্মকর্তা ও হাজারো ভক্তবৃন্দ।
শিব চতুর্দশী উৎসব এর সার্বিক পূজোৎসব এর পুরহিত্য করেন জয়দেব আচার্য।

শিব চতুর্দশী ব্রত পালনকারী ভক্তদের জন্য মন্দির কমিটির ভক্তদের আয়োজনে পারনের প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হবে শুক্রবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button