জেলার খবর

শার্শায় জুয়াড়ি ও মাদক সহ আটক-১১

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

শার্শায় জুয়াড়ি ও মাদক সহ আটক-১১

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সময় ১৫৮০ টাকা সহ ১১ জন আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।

আটককৃতরা হলো, ১. ডাবলু হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল করিম স্থায়ী : গ্রাম- দাউদখালী (খালদ্ধার পাড়া) , থানা- শার্শা।

২. রফিক হাসান (২১), পিতা- রমজান আলী স্থায়ী : গ্রাম- বড় হারিপুর (সাং-বড়হরিপুর মন্ডলপাড়া) , থানা- পার্বতীপুর, দিনাজপুর, বর্তমান : গ্রাম- খাজুরা (রুপালী অটো রাইস মিল), থানা- শার্শা। ৩. রাশেদুল ওরফে রাসেল (২৯), পিতা- মৃত ওলিয়ার রহমান, স্থায়ী : গ্রাম- বাঘারপাড়া (মোল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন) , থানা- বাঘারপাড়া, যশোর, বর্তমান : গ্রাম- ভবেরবেড় (ছোট আঁচড়া মোকছেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা। ৪. মামুন ফকির (২৪), পিতা- ছায়েদ ফকির, স্থায়ী : গ্রাম- গড়খালী (পশ্চিমপাড়া, ওয়ার্ড নং-০১), থানা- দাকোপ, খুলনা, বর্তমান : গ্রাম- ভবেরবেড় (ছোট আচড়া মোকছেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা।

৫. জিয়াউর রহমান (৪০), পিতা- মৃত সিদ্দিক আলী, স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৬. সাহেব আলী (২১), পিতা- মোঃ হাবিবুর রহমান স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৭. মুন্তাজুল (৩০), পিতা- আব্দুল সাত্তার স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৮. মমিন (৪৫), পিতা- মৃত মজিবুল হক স্থায়ী : গ্রাম- কৃষ্ণপুর, উপজেলা/থানা- শার্শা। ৯. জাকির হোসেন (৩০), পিতা- মৃত গোলাম সরোয়ার স্থায়ী : গ্রাম- লক্ষণপুর, উপজেলা/থানা- শার্শা। ১০. নাসিম উদ্দিন (২৫), পিতা- মৃত কোরবান আলী স্থায়ী : গ্রাম- লক্ষণপুর, উপজেলা/থানা- শার্শা। ১১. রনি হোসেন (৩৩), পিতা-ফাজুল ইসলাম, সাং-রামভদ্রপুর, থানা-কলারোয়া, সাতক্ষীরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার ও মাদক বেচাকেনার সময় ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা এবং ১৫৮০ টাকা সহ তাদের আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এবং জুয়া আইনে মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button