পাইকগাছায় অপহরণ মামলার ভিকটিম হাবিবুরকে পরিবারের কাছে হস্তান্তর করলেন ওসি এজাজ শফি
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় অপহরণ মামলার ভিকটিম হাবিবুরকে পরিবারের কাছে হস্তান্তর করলেন ওসি এজাজ শফি
খুলনার পাইকগাছায় দীর্ঘ ১১ মাস পর অপহরণ মামলার ভিকটিম হাবিবুরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।
রোববার তথ্য প্রযুক্তির মাধ্যমে চাপাই নবাব গঞ্জের নাচোল থানা পুলিশের সহায়তায় এস আই মুনতাসীর মাহমুদ অপহৃত হাবিবুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর সোমবার হাবিবুরকে আদালতে পাঠানো হয়।
তার মানষিক অবস্থা বিপর্যস্ততার ফলে তাকে মানবিকভাবে চিকিৎসা প্রদান করেন ওসি এজাজ শফি। এরপর সকল আইনী প্রক্রিয়া সম্পন্নের পর মঙ্গলবার হাবিবুরকে সাথে নিয়ে গ্রামের বাড়ি উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামে এক আবেগঘন পরিবেশে ওসি এজাজ শফি, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুনতাসীর মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স এবং কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই আলীম গ্রমের গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে হাবিবুরকে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় মানবিক অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি হাবিবুরের চিকিৎসা ও দেখভাল চালিয়ে যাবেন বলে জানান।
উল্লেখ্য, উপজেলার রেজ্জাকপুর গ্রামের অপুর গাজীর ছেলে হাবিবুর গাজী(২০) কে ইটের ভাটায় কাজে নেয়ার কথা বলে বিগত ৪ এপ্রিল ২০২০ তারিখে অপহরণ করা হয়। এ অভিযোগে হাবিবুরের পিতা বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তালা থানার দেওয়ানা পাড়া গ্রামের মফিদুল বিশ্বাস(৩০) ও জাফর বিশ্বাসের ছেলে শাওয়ান বিশ্বাস (২৫)’র নামে অপহরণ মামলা করে।
পুলিশ আসামীদের গত ২৭ ডিসেম্বর মানিকগজ্ঞের সিংহাই থানা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন এবং মামলার ভিকটিমের উদ্ধার তৎপরতা চালিয়ে যায় পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার চাপাই নবাব গঞ্জের নাচোল থানা পুলিশের সহায়তায় এস আই মুনতাসীর মাহমুদ অপহৃত ভিকটিম হাবিবুরকে উদ্ধার করতে সক্ষম হন। পরে ওইদিন তাকে থানায় নিয়ে আসে পুলিশ।