পাইকগাছায় প্রথম করোনা আক্রান্ত হলেন সাংবাদিক তপন পালের বাড়ী ও পার্শ্ববর্তী দোকানপাট লকডাউন।
এ কে আজাদ, পাইকগাছা প্রতিনিধি-:(খুলনা)
পাইকগাছায় প্রথম করোনা আক্রান্ত হলেন সাংবাদিক তপন পালের বাড়ী ও পার্শ্ববর্তী দোকানপাট লকডাউন
খুলনার পাইকগাছায় ৩৪ জনের নমুনা সংগ্রহের পর এই প্রথম করোনা আক্রান্ত হলেন সাংবাদিক তপন পাল। সে দৈনিক জন্মভূমির ভ্রাম্যমাণ প্রতিনিধি। গত কয়েকদিন পূর্বে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এমতাবস্থায় তার করোনা রিপোর্টে পজেটিভ ধরা পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সোমবার রাতে সে করোনা আক্রান্ত হয়েছে বলে প্রকাশ করে। এরপর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার ও ওসি এজাজ শফী তার কপিলমুনিস্থ বাড়ীতে যান। এ সময় তারা তপনকে নিজ বাড়ীতে রেখে চিকিৎসা সেবা প্রদান করেন। একই সাথে তার বাড়ী ও আশপাশ দোকানগুলো লকডাউনের আওতায় নিয়ে আসেন। বর্তমানে তপন পাল অনেকটাই সুস্থ্য আছেন এবং তার পরিবারের স্ত্রী ও সন্তানদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানিয়েছেন।