হাতিয়ার ভাসানচরে এলেন আরও ২ হাজার ২৫৭ রোহিঙ্গা
নোয়াখালী হাতিয়ার ভাসানচরে পঞ্চম ধাপের প্রথম পর্যায়ে ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা পৌঁছেছে। নৌবাহিনীর ছয়টি জাহাজে করে বুধবার দুপুর ২টার দিকে ভাসানচরে এসে পৌঁছায় তারা। এ নিয়ে ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ হাজার। উখিয়া থেকে চট্টগ্রাম আসার পথে তিন রোহিঙ্গা অসুস্থ হওয়ায় তাদেরকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করে নৌবাহিনীর জাহাজ। তাদের মধ্যে ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ মহিলা ও ১ হাজার ২৯ জন শিশু।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, রোহিঙ্গাদেরকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়েছে। তাদেরকে ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে রাখা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ রোহিঙ্গাকে।এর মধ্যে গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে আসেন। এরপর ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন এবং ২৮ ও ২৯ জানুয়ারি ৩ হাজার ২০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ১৪ ফেব্রুয়ারি ২ হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে এসে পৌঁছান।