জমি দখলের মামলা করায় হয়রানী শিকার ঝরনা বেগম
দোয়ারাবাজারে বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের মামলার জেরে বাদীনির পিতা ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ ওঠেছে। ঘটনা
সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলার পাড় গ্রামের রফিক মিয়া কন্যা ঝরনা বেগমের বাড়িঘর ভাঙচুর ও বসতভিটা দখল করে নেয় একই গ্রামের
দিলুমিয়ার পুত্র আলামিন ও তার আত্মীয় স্বজন।
পরবর্তীতে ঝরনা বেগম দোয়ারাবাজার থানায় মামলা করলে বিজ্ঞ আদালত কাগজপত্রের বৈধতা দেখে ঝরনা
বেগমের পক্ষে রায় দেয়। এতে ক্ষীপ্ত হয়ে এরই জেরে প্রতিপক্ষের আলামিন,চৌধুরীপাড়া গ্রামের মৃত আছমত আলীর পুত্র মানিক মিয়া, একই গ্রামের মৃত
মারফত আলীর পুত্র তোতা মিয়াসহ প্রভাবশালী প্রতিপক্ষ বাদীনির পিতা রফিক মিয়া ও তার পরিবারের লোকজনকে জড়িয়ে চাঁদাবাজির মামলাসহ মারধরের হুমকি
দমকি দিতে থাকে।
বাদিনীকে শারীরিক ও মানসিক নির্যাতন করায় নিরাপত্তা চেয়ে জজকোর্টে ঝরনা বেগম নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করে। এর পর আরও ক্ষীপ্ত হয় প্রতিপক্ষ। প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় তাদের
ভয়ে এখন বাড়িঘর ছেড়েছে ঝরনা বেগম ও তার পরিবারের লোকজন। রফিক মিয়া জনান প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় এরই জেরে আমার বিরুদ্ধে চাঁদাবজির মামলাসহ হুমকি ধমকি দিয়ে হয়রানী করে আসছে।
প্রতিপক্ষের আলামিন ও তাদের আত্মীয় স্বজনের ভয়ে আমরা এখন রাতে বাড়ি ঘরে থাকতে পারছিনা। যে
কোন সময় তারা আমাদের প্রাণে মেরে ফেলতে পারে। আমার মেয়ে ঝরনা বেগমসহ আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম বলেন, হয়নারীর শিকার হচ্ছেন যারা তারা থানায় এসে জিডি করলে বিষয়টি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেওয়া হবে।