ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিনব্যাপী নিরাপদ প্রসব বিষয়ক সিএসবিএ প্রশিক্ষণ ২০২১ কর্মসূচি অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিনব্যাপী নিরাপদ প্রসব বিষয়ক সিএসবিএ প্রশিক্ষণ ২০২১ কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এর সভাপতিত্বে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিনব্যাপী নিরাপদ প্রসব বিষয়ক সিএসবিএ প্রশিক্ষণ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট
নিরাপদ প্রসব নারীর অধিকার প্রতিপাদ্য করে
নিরাপদ প্রসব সংক্রান্ত রিফ্রেশার প্রশিক্ষণ ২০২১.
জাইকা এর অর্থায়নে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসব সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে যা বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম তিনদিনব্যাপী চলছে আজ সোমবার (১ মার্চ-২০২১খ্রীষ্টাব্দ) উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় এর উপস্থিত থাকার কথা ছিল অন্য একটি বিশেষ কাজের কারণে অনুপস্থিত ছিলেন এ’সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা মহোদয়।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ।