সিএমপির যৌথ মহড়া পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত
মো:মাসুম বাবুল, চট্টগ্রাম প্রতিনিধিঃ
সিএমপির যৌথ মহড়া পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত
চট্টগ্রাম সিএমপি’র Crisis Response Team (CRT) ও Bomb Disposal Unit (BDU) সদস্যদের যৌথ মহড়া পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Earl R. Miller
অদ্য ২৮/০২/২০২১ ইং বিকাল ০৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের Crisis Response Team (CRT) ও Bomb Disposal Unit (BDU) সদস্যদের যৌথ মহড়া দামপাড়া পুলিশ লাইনস্ এর এসএএফ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত যৌথ মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Earl R. Miller, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাস ঢাকা এর রিজিওনাল সিকিউরিটি অফিসার Prestina Williams ও সিনিয়র কাউন্টার টেরোরিজম এ্যাডভাইজর Mr. Christopher Wingard । উক্ত যৌথ মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার Saleh Mohammed Tanvir, PPM ।
জঙ্গীবাদ দমন, সন্ত্রাস দমন, বন্দী জিম্মিদের উদ্ধার করা সহ বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় গঠিত সিএমপি, চট্টগ্রামের Crisis Response Team(CRT) ও Bomb Disposal Unit (BDU) সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট Anti Terrorism Assistance(ATA) প্রোগ্রামের আওতায় CRT Mentorship ও BDU Mentorship ট্রেনিং কার্যক্রম কাউন্টার টেরোরিজম বিভাগ, সিএমপি, চট্টগ্রামে মাসব্যাপী চলমান রয়েছে। প্রশিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র হতে আগত SWAT Commander, Navy SEAL Commander, Ex. US Army এর দক্ষ প্রশিক্ষকগন প্রশিক্ষণ প্রদান করছেন।