জেলার খবর

শহীদ বোরহান উদ্দিন মুজাক্কীর স্মরণে প্রতিবাদ সভা

সাহাদাৎ হোসেন শাহিন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

শহীদ বোরহান উদ্দিন মুজাক্কীর স্মরণে প্রতিবাদ সভা

দৈনিক বাংলাদেশ সমাচার- এর মাহফিল ও আপোষহীন সাংবাদিক শহীদ বুরহান উদ্দিন মাহফিল স্মরণে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল।

প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেনঃ নারায়ণগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহিন বক্তব্যে বলেন। আমার সাংবাদিক ভাই মুজাক্কীর কে তারা ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে ঠান্ডা মাথায় নির্মমভাবে হত্যা করেছে। রাজনীতি করবেন আপেনারা খুন হবে সাংবাদিকরা এটা কেমন গণতন্ত্র রাষ্ট্র সাংবাদিকরা কলম যুদ্ধা দেশ প্রেমিক দেশের জন্য সাংবাদিকরা জীবন দিতেও প্রস্তুতঃ এই দেশকে হাইব্রিড পাতি নেতা ও হাঙ্গর রাক্ষসদের হাত থেকে রক্ষার জন্য সবার ঐক্যবদ্ধ তা প্রয়োজন।

সাংবাদিকরা জাতির বিবেকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ওও নির্ভীক আপোষহীন। হে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দেশ রত্ন। রাষ্ট্র নায়ক আপনার কাছে জোর দাবি আমার ভাইয়ের খুনিদের বিচার চাই বিচার চাই আপনি সুষ্ঠু বিচার করুন আপনিও একদিন মরবেন তখন আল্লাহ্ আপনাকে ছারবেন না………………. বেঁচে থাকতে দুনিয়াতে ভালো কিছু করে যান।
সাংবাদিক হত্যা আর নির্যাতন আর দেখতে চাই না।

এই সময় উপস্থিত ছিলেনঃ পরিচালক সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান স্যার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডি আই জি গোলাম কিবরিয়া স্যার।

বিশেষ অতিথি। কবি ড.আর্মেশ কুমার দাস সোনালী ব্যাংক মহা ব্যবস্থাপক

বিশেষ অতিথি তপন কুমার শাহা ব্যাংকার অফিসার।

বিশেষ অতিথিঃ এ ওয়ার্ড চেয়ারম্যান এম এম শাহজাহান।

বিশেষ অতিথি। ড.সায়লা উপদেষ্টা দৈনিক বাংলাদেশ সমাচার

বিশেষ অতিথি আলহাজ্ব মহিদুল রহমান বকুল দৈনিক বাংলাদেশ সমাচার সহ সম্পাদক।

বিশেষ অতিথিঃ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ।

অনুষ্ঠানে

বক্তব্য রাখেনঃ আরজেএফ সংগঠনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেনঃ আমিনুল ইসলাম সিনিয়র সাংবাদিক।

বক্তব্য রাখেনঃ সাহাদাৎ হোসেন শাহিন বিশেষ প্রতিনিধি।

বক্তব্য রাখেনঃ কবি অর্মেশ কুমার দাস সোনালী ব্যাংক মহা ব্যবস্থাপক। বক্তব্য রাখেনঃ ড. খান আসাদুজ্জামান সম্পাদক ও প্রকাশক।

বক্তব্য রাখেনঃ আসাদুজ্জামান রনি অফিয়াল এড মিন ও নিউজ প্রেজেন্টার।

বক্তব্য রাখেনঃ সায়রা খাতুন উপদেষ্টা দৈনিক বাংলাদেশ সমাচার।

দৈনিক বাংলাদেশ সমাচার অফিস শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ সময় বিকাল ৪‌ ঘটিকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button