নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী আরএফএল এর বিভিন্ন মোড়কাবদ্ধ পণ্যের গায়ে প্যাকেটজাত/বোতলজাত/মোড়কজাত করণের তারিখ না থাকায় বেস্ট বাই (Best Buy) মাইজদী নোয়াখালী ব্রাঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ এবং ঔষধ প্রশাসন নোয়াখালীর সহকারী পরিচালক মো: মাসুদুজ্জামান খান। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।
অপরদিকে মাইজদী বাজার এলাকার ফ্রেন্ডস ফার্মেসীতে অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ফার্মাসিস্ট অসীম কুমারকে ড্রাগ আইন ১৯৪০ এর ২৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুপার মার্কেট এর পাশের রাস্তায় পরিমাণে কম লিচু সরবরাহ করার দায়ে কয়েকজন লিচু ব্যবসায়ীকে সতর্কও করা হয়েছে।
জনস্বার্থে মোবাইল কোর্ট চলবে বলে জানানো হয়।