সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কীর হত্যার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়
সাহাদাৎ হোসেন শাহিনঃ
সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কীর হত্যার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়
জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুভ সমাবেশে ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইলিয়াস খান জাতীয় প্রেসক্লাব।
তিনি বলেন, সারা দেশে সাংবাদিকরা গর্জে ওঠেছে আপনারা সাবধান হয়ে যান ভালো হয়ে যান নয় আপনাদের ব্যাবস্থা কি ধরনের হবে তা সাংবাদিকরা ভালোভাবেই যানে।
আপনারা রং দেখছেন রংঙের ডিব্বা দেখেননি সাংবাদিক সমাজেরা আপনাদের দেখাবে আপনারা আগুন নিয়ে খেলা শুরু করেছেন তার পরিনতি খুবই ভয়াবহ হবে সেখান থেকে আপনারা বেইর হয়ে আসতে পারবেননা সাংবাদিকদের কলমের ক্ষমতার কাছে আপনারা কিছুই না।
আপনারা ক্ষমতায় অন্ধ হয়ে গেছেন মনে যা চায় তাই করে যাচ্ছেন। মনে রাখবেন উপরে সৃষ্টিকর্তা বলতে একজন আছেন তিনি গর্জন দিলে আপনাদের ক্ষমতা শেষ তখন কোথায় গিয়ে পালাবেন বিদেশে পালাবেন কয় দিন থাকবেন সময় আছে এখনো ভালো হয়ে যান।
নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন(এফবিজেও) আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ। ২৪ ফেব্রুয়ারী ২০২১।
সকাল ১০টায় উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ প্রিন্ট মিডিয়া , ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সাংবাদিকরা।