সাংবাদিক বোরহান হত্যার প্রতিবাদে চাটখিল প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নোয়াখালী প্রতিনিধিঃ
সাংবাদিক বোরহান হত্যার প্রতিবাদে চাটখিল প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে রোববার বিকেলে চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল প্রেসক্লাবের ভবনের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শোয়েব হোসেন বুলুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদার উল আলম, সাংবাদিক দীন মোহাম্মদ, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, জসিম মাহমুদ, মামুন হোসেন, মোক্তার হোসেন, হান্নান শাকুর, সাঈদ মোঃ তুষার, শামসুদ্দিন শামীম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সমীর চক্রবর্তী,চাটখিল ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এ.এম মাসুদ পাটোয়ারী।
সভায় বক্তাগণ সাংবাদিক বোরহান হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, তার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান এবং মুক্তিযোদ্ধাদের ন্যয় সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুজাক্কির গুলিবিদ্ধ হন এবং গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।