নন্দীগ্রামে পোশাক কর্মীসহ ৩ জন করোনায় আক্রান্ত।
বগুড়ার নন্দীগ্রামে পোশাক কর্মীসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসন ওই দুটি বাড়ি লকডাউন করেছেন।
আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২৪ মে ঈদের ছুটিতে পৌরসভার কচুগাড়ী মহল্লার ৩৪ বছরের যুবক বাড়িতে যান। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করেন। গত ২৮ মে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরে গত ৩১ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।
এছাড়া উপজেলার কুন্দারহাটে এক যুবক ও তার স্ত্রী নিয়ে গত ২৩/০৫/২০ ইং রোজ শনিবারে বাড়িতে আসেন। তিনি ঢাকায় একটি পোশাক শিল্পে চাকুরি করেন। গত ২৮ মে স্বামী-স্ত্রী বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরে গত ৩১ মে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে। সে রাতেই ওই দুটি বাড়ি লকডাউন করা
হয়েছে।
এ নিয়ে নন্দীগ্রাম উপজেলায় ৫ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, ঢাকা ফেরত তিনজনই করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।