প্রশাসনের নিশেধ অমান্য করে পূনরায় চালু হল মধুপুরের বংশাই নদীর মাটি কাটা
আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)
প্রশাসনের নিশেধ অমান্য করে পূনরায় চালু হল মধুপুরের বংশাই নদীর মাটি কাটা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী ব্রীজের পুর্বপার্শে বংশাই নদীতে বাঁধ তৈরীকরে, নদীর তীর হতে মাটি ব্যাবসায়ীগন অবৈধভাবে ভেকুদ্বারা মাটি খনন করে মাটি বিক্রি করিয়া আসিতেছে।,যার ফলে অদূর ভবিষ্যতে নদীর নাভ্যতা,মধুপুর হতে জামালপুরের যাতায়াতের পাকারাস্তা ভাঙ্গন ও প্রায় ১৫০শতাধিক পরিবারের বাড়ীঘর ভাঙ্গনের সম্ভাবনা রহিয়াছে বলে এলাকাবাসী জানান।
৯ ফেব্রুয়ারী মাটি কাটার এ সংবাদটি প্রকাশ হওয়ার পর উপজেলা প্রশাসনের নজরে আসলে ঐদিনই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা নিষেধ করে আসেন। আবার দুইদিন যাবৎ অজ্ঞাত কারনে উক্ত জায়গায় পূনরায় শুরু হয়েছে মাটি কাটার মহোৎসব।
এব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়া হবে।