অভিনব কৌশলে স্যালাইনের প্যাকেটে চোলাই মদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার
মোঃ মাসুম বাবুল, আনোয়ারা প্রতিনিধি-(চট্টগ্রাম)
অভিনব কৌশলে স্যালাইনের প্যাকেটে চোলাই মদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার
অভিনব কৌশলে স্যালাইনের প্যাকেটে ভরা হয়েছে চোলাই মদ। এভাবে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে বসতঘরে মজুদ রাখা হয়।
গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম আনোয়ারা বৈরাগ ইউনিয়নের দক্ষিণ গুয়াপঞ্চক এলাকায় মাদক বিক্রেতা মো. ইলিয়াছের বসতঘরে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্যালাইনের প্যাকেটে ভরা ত্রিশ লিটার চোলাই মদ উদ্বার করা হয়৷ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মো. জাহাঙ্গীর ও ইলিয়াছ নামের মাদক ব্যবসায়ী ওই এলাকায় মাদক ও অনৈতিক ব্যবসা চালিয়ে আসছে। ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বসতঘরের পিছনের রান্নাঘরে লুকানো অবস্থায় স্যালাইনের প্যাকেটে ভরা ত্রিশ লিটার চোলাই মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে৷ এ মদ কারবারে জড়িত মোঃ ইলিয়াসকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।