ময়মনসিংহে দিঘারকান্দায় চলছে রমরমা জুয়া ও মাদক ব্যবসা
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
ময়মনসিংহে দিঘারকান্দায় চলছে রমরমা জুয়া ও মাদক ব্যবসা
ময়মনসিংহে সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডে দিঘারকান্দা নামাপাড়া ও শান্তিনগর এলাকায় চলছে রমরমা জুয়া ও মাদক ব্যবসা।
এমনই অভিযোগ উঠেছে দিঘারকান্দা নামাপাড়া গ্রামের সিরাজ আলীর পুত্র উমর ফারুক সাবাস গংয়ের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায় সাবাস এর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জমি ক্রয়বিক্রয়ে চাঁদা আদায়, নিজস্ব ক্লাবে ও দিঘারকান্দা গ্রামে বিভিন্ন স্হানে জুয়ার আসর, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহণ করে অবৈধ অর্থ উপার্জনে মেতে উঠেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
উমর ফারুক সাবাস কোতোয়ালী থানার হত্যা মামলা নং ১৪০(৬)২০১৮ যাহার অভিযোগ পত্র নং ৪৪৩ তাং ২০/৪/২০১৯ এর আসামি তিনি জামিনে মুক্ত আছেন এছাড়াও রয়েছে একাধিক মামলা স্হানীয়রা প্রতিনিয়ত হয়রানি চাঁদাবাজী মাদক জুয়া সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে বাঁচতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।
এব্যাপারে ওসি কোতোয়ালী ও ডিবি’র নিকট জানতে চাইলে তাঁরা জানান ময়মনসিংহ সিটি ও কোতোয়ালী থানাকে মাদকমুক্ত করে গড়ে তুলতে এবং মাদকের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। মাদক, ডাকাতি, ছিনতাই, চুরি, বাল্য বিয়ে, ইভটিজিংসহ সকল প্রকার অপরাধের সাথে যুদ্ধ ঘোষণা করে বলেন, ময়মনসিংহ সিটি ও থানা এলাকাকে মাদকমুক্ত করতে কোতোয়ালী থানা ও ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ।