জেলার খবর

ছাতক শাহজালাল বাজার কাঞ্চন পুর নির্বাচনী জন সভায় চেয়ারম্যান বিল্লাল আহমদ

মোঃ আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

ছাতক শাহজালাল বাজার কাঞ্চন পুর নির্বাচনী জন সভায় চেয়ারম্যান বিল্লাল আহমদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহজালাল বাজার কাঞ্চন পুর শুক্রবার বিকালে।

ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও ঐতিহ্যবাহী উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের দুই দুই বারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান বিল্লাল আহমদ সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায়।

,প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন আমার সমস্ত আবেগ উজার করে আমি প্রথমে ধন্যবাদ, মোবারাক বাদ, জানাই ঘোটা উত্তর খুরমা ইউনিয়ন বাসি কে, কারন উত্তর খুরমা বাসী আমাকে দুই দুই বার নির্বাচনে বিরাট ভোটের ব্যাবধানে আমাকে তারা নির্বাচিত করেছে।

দুইদুই বার চেয়ারম্যান হয়ে উন্নয়নের দিক থেকে ইউনিয়নের মানুষের কল্যানের দিক থেকে, জনগনের সমস্যাদি সমাধানের দিক থেকে,সর্বপরী কাজের জন্য আমি যা করেছি আপনারাই শাক্কী।

তরুন চেয়ারম্যান বিল্লাল আহমদ বক্তব্যে একটা উদাহারন দিতে গিয়ে বলেন বিশ্বে যখন করোনা নামক মহামারি শরু হয়েছিল তখন এক জন লোক ও খোজা খোজি করে পাওয়া যায়নি ভাল আছনি কথাটি জিজ্ঞাসা করার।

কিন্ত আমি বিল্লাল চেয়ারম্যান এই কঠিন থেকে কঠিনতম সময়ে সাহায্য সহযোগীতা সহ খবরাখবর জানতে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি।

এক সময় নিজে ও করোনায় অসুস্থ হয়ে পড়ি। এতে ও একটু পিছপা হয়নি। ইউনিয়নের জনসাধারণ আমাকে ভালবাসে আমার জন্য তারা মসজিদে মসজিদে দোয়া করিয়েছে।

তিনি বলেন বিপদে কাউ কে মশাল দিয়ে খোজে পাওয়া যায় নি, আজ সুখের দিনে লোকদের অভাব নেই। আমি তাদের কে সম উপযোগী অতিথি পাখি বলে থাকি।

৬ নং ওয়ার্ড মেম্বার ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালিদ আহমদ খলিলের পরিচালনায় ও উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মেম্বার বশির উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় চেয়ারম্যান বিল্লাল আহমদ বক্তব্যে আরো বলেন ইউনিয়ন সহ ৬নং ওয়ার্ড এর সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে আগামীতে ও উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আবারো নির্বাচিত করার আহবান জানান।

এদিকে বিগত দিনে ৬নং ওয়ার্ড সহ এলাকার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ ও আগামীতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সার্বিক সহযোগীতা সহ আবারো নির্বাচিত করার ঐক্যবদ্ধ মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন কাঞ্চনপুর গ্রামের শাহাব উদ্দিন মাস্টার, আব্দুল ওয়াহিদ, ময়না মিয়া,ফখর উদ্দিন, রফিজ উল্লাহ, ফয়জুল হক, খুশিদ আলী,চমক আলী,আসক আলী,জসিম উদ্দিন, আব্দুর রহিম, এলঙী গ্রামের ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী ময়না মিয়া, এখলাছ মিয়া,মাশুক মিয়া,শাহাব উদ্দিন, ইসমাইল আলী,আবুল হাসনাত,আব্দুল বাছির,আব্দুল মছব্বির, ময়না মিয়া,টাণ্ডা মিয়া, ওয়াহিদ উল্লাহ, শৌলা গ্রামের সাবেক মেম্বার মনা উল্লাহ, আব্দুল ছোবহান, রাজারগাও গ্রামের আছদ্দর আলী,মছদ্দর আলী, ইউনুছ খান, লিলু মিয়া,মৈশাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক লালু মিয়া,জমশিদ আলী, হুশিয়ার আলী,শুকুর আলী, কামাল হোসেন, চাড়াল কোনা গ্রামের ফিরুজ আলী, নজির আলী, সামসুল হক, আবুল কালাম, নয়ামৈশাপুর গ্রামের জনাব মাওলানা আমিরুল হক,সামছুদ্দিন,যুবলীগ নেতা পাবেল আহমদ,মুহিবুর রহমান, রফিক মিয়া,আব্দুল বাহার,আব্দুল মতিন, নুর মিয়া,আলমপুর গ্রামের উপজেলা যুবলীগ নেতা নিয়ামত আলী, আব্দুল হেকিম, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, গোলাম হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌছ আলী, খালেদ মিয়া, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন রাজ , উপজেলা ছাত্রলীগ নেতা সমুজ উদ্দিন সাইফ, উত্তর খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আক্তার হোসেন পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ,জহির উদ্দিন মিলন, আব্দুল সালাম, হারুন মিয়া,আরাজ মিয়া,ইকবাল হোসেন সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button