নোয়াখালীতে মাদক মামলায় মাদক কারবারীকে ১৫ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে মাদক মামলায় মাদক কারবারীকে ১৫ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড
নোয়াখালীর বেগমগঞ্জের একটি মাদক মামলায় নেয়ামত উল্যাহ নামে এক কারবারিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বুধবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি নেয়ামত উল্যা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৬ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে আসামি নেয়ামতকে আটক করে।পরে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়।
গত ২০১৯ সালে মামলায় নেয়ামতকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ দুই বছরের বেশি সময় আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়।বুধবার দুপুরে শুনানি শেষে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, বিচারকার্য চলাকালে আসামি আদালতের ডাকে উপস্থিত ছিলেন।