জেলার খবর

বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের নাগরিক স্মরন সভায় সাংসদ মোস্তাফিজ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের নাগরিক স্মরন সভায় সাংসদ মোস্তাফিজ।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় আগামী ৩ বছরের মধ্যে কোথাও কোন কাঁচা রাস্তা থাকবেনা, বাঁশখালীর প্রধান সড়ক থেকে বাহারছড়া সি-বীচ পর্যন্ত সড়কটি প্রয়াত আওয়ামীলীগ নেতা খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজুর রহমান চৌধুরীর নামেই করা হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সাংসদ, আধুনিক বাঁশখালীর রুপকার বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

৬ ফেব্রূয়ারী’২১ ইং শনিবার বিকাল ৩ টার সময় উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নস্থ উত্তর কদম রসুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় প্রধান অথিতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

কদম রসুল হামেদিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও আলহাজ্ব মাহফুজুর রহমান চৌধুরীর সুযোগ্য সন্তান জিয়াউল হক চৌধুরীর সভাপতিত্বে ও ৩নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে সাংসদ মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী ব‌লেন বাঁশখালী‌কে পর্যটন উপ‌জেলা হিসা‌বে স্বীকৃ‌তি পাওয়ার জন্য প্র‌য়োজনীয় সব পদ‌ক্ষেপ গ্রহন করা হ‌য়ে‌ছে।

বাঁশখালীতে বিভিন্ন উন্নয়নের চিত্র তু‌লে ধ‌রে ‌তি‌নি আ‌রো ব‌লেন আধু‌নিক বাঁশখালী বি‌র্নিমা‌নের পাশাপা‌শি আগামী ৩ বছ‌রের ম‌ধ্যে বাঁশখালী‌তে এক‌টি সড়ক ও কাঁচা থাকবেনা।

নাগরিক স্মরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউ‌পি চেয়ারম্যান তাজুল ইসলাম,বাঁশখালীর ইউ‌পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ সভাপতি নাঈমুদ্দিন মাহাফুজ, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের লীগের সদস্য গাজী জাহেদ আকবর জেবু,বাঁশখালী উপজেলা ওলমা লীগের সভাপতি মাওঃ আকতার হোসাইন,ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর করিম শরিফী,৩নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাবেক ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজ, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি শামসুল আলম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম, জসিম হায়দার, সোয়াইবুল ইসলাম,ইউপি সদস্যদের মধ্যে মোঃ এনামুল হক, ইসমাইল, দিদার, মোহাম্মদ নাছির উদ্দীন, যুবলীগ নেতা মোঃ বোরহান, মোরশেদ এলাহী রিটন,বাঁশখালী উপজেলা ছাত্র লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুহিব্বুল্লাহসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগের ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button