জেলার খবর

বরিশালে একই লগ্নে সনাতন ধর্মালম্বী দুই যমজ পাত্রের সাথে অপর দুই যমজ পাত্রীর বিয়ে।

স্টাফ রিপোর্টারঃ

বরিশালে একই লগ্নে সনাতন ধর্মালম্বী দুই যমজ পাত্রের সাথে অপর দুই যমজ পাত্রীর বিয়ে।

বরিশাল নগরীর নাজিরমহল্লা এলাকায় গত ১ লা ফেব্রুয়ারি সোমবার মধ্য রাতে যমজ বোনের সঙ্গে পিরোজপুরের যমজ ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।

এভাবে জোড়া মিলিয়ে সনাতন রীতিতে একইসময়ে তাদের বিয়ে হওয়ায় বিষয়টি শহরজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সবাই তাদের জন্য শুভ কামনা করছেন, অনেকে খবর শুনে রাতে তাদের বিয়ে দেখতেও আসেন।

একই দিনে, একই লগ্নে বিয়ের পর সনাতন ধর্ম মতে পরেরদিন মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে তাদের বাসি বিয়েও সম্পন্ন হয়। বিকেলে যমজ কন্যাদের নিয়ে যাওয়া হয় যমজ বরদের বাড়িতে।

নাজিরমহল্লার বাসিন্দা স্বপন কর্মকারের যমজ কন্যা সোনালী কর্মকার সোনা ও রুপালী কর্মকার রুপা। তারা দুজনই বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। দুই বর হচ্ছেন পিরোজপুরের স্বরূপকাঠি থানার ইন্দেরহাট এলাকার প্রয়াত নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার। তারা দুই জনই স্বর্ণ ব্যবসায়ী।

একমাস আগে সামাজিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শেষে দিন তারিখ নির্ধারিত হয়। সে মতে সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়েছে।

দুই নবদম্পতির জন্য আশীর্বাদ এবং শুভকামনা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ঢাকা জেলা কমিটির নির্বাহী সভাপতি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) সহ বিভিন্ন সনাতনধর্মী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button