খেলাধুলা

ছাতকে আজিজুর রহমান মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

ছাতকে আজিজুর রহমান মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

ছাতকে বর্নাঢ্য আয়োজনে আজিজুর রহমান শান্ত মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের মাঠে প্রথম বারের মতো আয়োজিত এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মুহিবুর রহমান মানিক এমপি।

আকর্ষনীয় সাজে সজ্জিত মাঠে আতশবাজীর মাধ্যমে, ফানুশ উড়িয়ে, খেলার উদ্বোধন করেন তিনি। আয়োজক কমিটির সভাপতি গাজী মিল্টনের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক পারভেজ আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী, স্থানীয় রাসেল মিয়া, সায়েম আহমদ, মোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, ইউপি সদস্য তুরন মিয়া, আজিজুর রহমান শান্ত, গীতিকার জিকে উসমান গণি প্রমুখ।

এসময় আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট শাহাব উদ্দিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলাম আযম তালুকদার নেহার, ইউপি সদস্য আব্দুল জলিল, প্রবাসী আনফর আলী সহ ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কিরন স্পোর্টিং ক্লাব ছত্রিশ কালিপুরের মুখোমুখী হয় ছয়ভাই স্পোর্টিং ক্লাব গহরপুর। এতে ১-০ গোলে কিরন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন দরবেশ ও মামুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button