টপস্টার গ্রুপের দুই যুগপূর্তি উদযাপন।
গ্রাহকদের যথাযথ সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক সফলতার ২৪ বছর পার করেছে টপস্টার গ্রুপ। ১৯৯৭ সালের ২৮ জানুয়ারিতে প্রতিষ্ঠা লাভ করে টপস্টার গ্রুপ।কোম্পানির নীতি নির্ধারকদের দিকনির্দেশনায় দেশের ফ্রেইট-ফরোয়ার্ডিং ব্যবসায় আমূল বিপ্লব ঘটিয়ে টপস্টার এখন দেশের এক বিশ্বস্ত নাম।
২৪ বছর পার করেছে প্রিয় এ প্রতিষ্ঠান। টপস্টার এখন ২৫-এ পা দেওয়া অভিজ্ঞতাসম্পন্ন এক ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে রয়েছে অভিজ্ঞ নীতি নির্ধারক ও প্রবীণ-নবীনের সমন্বয়ে গড়া এক বড় পরিবার।
দুই যুগ বর্ষপূর্তি উপলক্ষে গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।যেখানে উপস্থিত ছিলেন- টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন, এমডি সৈয়দ হারুন,টপস্টার গ্রুপের পরিচালক এ বি এম শাহাদাত হোসেন,তানভীর অাহমেদ, টপস্টার হোল্ডিংস অ্যান্ড এগ্রোস্টারের পরিচালক হাসান মঞ্জুর,প্রধান নির্বাহী পরিচালক জামাল আবু নাসের এবং নির্বাহী পরিচালক কামাল হোসেন মাহমুদ।
এছাড়াও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কেক কেটে দুই যুগ বর্ষপূর্তি উদযাপন করা হয়।