গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারে অস্ত্রের মহড়ায় বাজার ব্যবসায়ীরা আতংকিত।
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারে অস্ত্রের মহড়ায় বাজার ব্যবসায়ীরা আতংকিত।
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়ন কাওরাইদ বাজারে অস্ত্রের মহড়ায় আতংকিত বাজার ব্যবসায়ীরা।
জানা যায় ২৩ শে জানুয়ারি রোজ শনিবার মাদক ব্যবসাকে কেন্দ্র করে নয়ন শেখ বাচ্চুকে মাদক ব্যবসা না করার জন্য হুমকি প্রধান করেন। এরেই জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ছামাদ মৃধা জানান, মাদককে কেন্দ্র করে কাওরাইদ বাজারে নয়ন বাহিনী ১৫/২০ জন চোর ডাকাত নিয়ে বিভিন্ন সময়ে প্রায়শঃ এধরনের ঘটনা অস্ত্র উঁচু করে নিজস্ব বাহিনীর জানান দেন। আমি তাৎক্ষণিক ওসি মহোদয়কে ফোন করলে পুলিশ চলে আসে এবং নয়ন বাহিনী বাজার ছেড়ে পালিয়ে যায়।
কাওরাইদ বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক,
যুবলীগ নেতা মীর খায়রুল ইসলাম বাজার ব্যসায়ীদের পক্ষে কথা বলায়, নয়ন শেখ উত্তেজিত হয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকী দিয়েছেন এবং অশ্লীল ভাষায় গালাগালিজ করে দেখে নেওয়ার হুমকি প্রধান করেন।
মোবাইল ফোনে দেওয়া হুমকীর রেকর্ড সংগ্রহীত রয়েছে। বাজার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদককে জবাবদিহি করবেন বলে জানান নয়ন শেখ। খাইরুল বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাস ও চাঁদাবাজ নয়ন শেখ। এদের অত্যাচারে কাওরাইদ ইউনিয়ন বাসী ও বাজার ব্যবসায়ীরা চরমভাবে আতংকিত।
উপজেলার কাওরাইদ ইউনিয়ন বেলদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ নয়ন (২৮) শেখকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাচ্চু মিয়া।
নয়ন শেখ ২১ ডিসেম্বর ২০১৭ ইং কাওরাইদ গ্রামের কালিবাড়ির ছেলে আরিফ হত্যার চার্জসিটভুক্ত প্রধান আসামী। এছাড়া তার বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় হত্যা,মাদক, চাঁদাবাজী সহ একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আমরা নয়ন শেখ বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।