পাইকগাছায় গৃহহীনদের মাঝে ঘর ও দলিল হস্তান্তর।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় গৃহহীনদের মাঝে ঘর ও দলিল হস্তান্তর।
মুজিব বর্ষে প্রধানমন্ত্রী প্রদত্ব গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ শেষে সুফল ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক বিতরণের শুভ উদ্ভোধন করার পর শনিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ২২০ পরিবারের মাঝে দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজজামান বাবু। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাতুল আলম, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার, চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, এস এম এনামুল হক, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল,প্যানেল চেয়ারম্যান আক্কাস ঢালী, শেখ জাকির হোসেন লিটন, সরকারি কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক ও সুফল ভোগীরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গদাইপুর ইউনিয়নের আলোকদ্বীপ মৌজায় গৃহহীনদের মাঝে ঘরের দলিল তুলে দেন।