জেলার খবর

ময়মনসিংহে মহিলা শ্রমিকলীগ নেত্রী শিখা”র কম্বল বিতরণ।

মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)

ময়মনসিংহে মহিলা শ্রমিকলীগ নেত্রী শিখা”র কম্বল বিতরণ।

‘মা-গো,কালে (শীতে) ঘুমাইবার লেইগা আমগো কেউ খেতা দেয় নাই। তোমাগো খেতা (কম্বল) দিয়া অহন রাইতে স্টেশনে ঘুমাইবার পারুম।’ ময়মনসিংহ জেলা প্রশাসককের পক্ষে মহিলা শ্রমিকলীগ ময়মনসিংহ জেলার সভাপতি,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা’র উদ্যোগে জিনজিরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকার অত দরিদ্র সামাদ মিয়া (৪৫) কম্বল পেয়ে কথাগুলো বলেন।’

গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিকলীগের উদ্যোগে সদর উপজেলার থানাঘাট,বাসস্ট্যান্ড,জেলখানা গেইট,রেলওয়ে বস্তি ও গাঙ্গগীনাপাড় এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রেলওয়ে বস্তির আমেনা (৫০) কম্বল পেয়ে বলেন, ‘আমরা এ আপনাগো কম্বল পাইয়া খুব খুশি হইছি। আমরা রাতে কষ্টে ঘুমাই। কেউ আমাগো কিছু দিয়া সাহায্য করে নাই। এই শীতের কম্বল দিয়া ঘুমাইতে পারুম।’

কম্বল পেয়ে আবুল (৬০) জেলখানা গেইট ও স্টেশন এলাকায় অসহায় বেশির ভাগ দরিদ্র মানুষ আবেগে আপ্লুত হয়ে এসব কথা বলেন। অনেকে কম্বল পেয়ে সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে স্ব স্ব জায়গায় ঘুমাতে যান। আবার কেউ-বা স্টেশনে বসার যাত্রীদের বেঞ্চে দৌড়ে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে অপেক্ষা করতে থাকেন।

এবিষয়ে মহিলা শ্রমিকলীগ নেত্রী শিখা বলেন, প্রথমে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই, কারণ জেলা,মহানগর মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় মানুষদের কম্বল বিতরণে আমাদেরকে সার্বিকভাবে সহোযোগিতা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button