সাংবাদিকদের সাথে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
সাংবাদিকদের সাথে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়।
“মুজিব বর্ষে শেখ হাসিনার উপহার- ঘর পাবে ৯ লক্ষ গৃহহীন পরিবার” মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওয়াতাধীন প্রথম পর্যায়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ২৫ টি ঘর নির্মাণ করা হয়েছে।
আগামী ২৩ জানুয়ারী ২১ ইং শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিড়িও কনফারেন্সের মাধ্যমে যাচাই বাছা্ইয়ের মাধ্যমে প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে এই ঘর গুলো বিতরণ করবেন বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।
১৭ জানুয়ারী ২১ ইং রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বাঁশখালী প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে ব্রিফিং কালে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সাংবাদিকদের ব্রিফিং কালে নির্বাহী কর্মকর্তা বলেন, “মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় বাঁশখালী উপজেলায় প্রথম ধাপে ২৫ টি সুদৃশ্য দৃষ্টি নন্দন ঘর হস্তান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।
আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে বাঁশখালী উপজেলা সদরের পূর্বপাশে পাহাড়ের কোলঘেঁষে দিঘীর পাড় এলাকায় সরকারী খাস জায়গায় নির্মিত ঘর হস্তান্তর প্রক্রিয়া নিয়ে উপস্থিত সাংবাদিকদের মতামত জানতে চান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাহী অফিসার বলেন, উপজেলা ভিক্তিক শক্তিশালী একটি টাস্ফফোর্সের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে যাচাই বাছাই করে “ক্যাটাগরী- ক” এর প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রথম পর্যায়ে এই ২৫ টি ঘর বরাদ্দ করা হয়েছে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সহ: সভাপতি জাকের আহম্মদ, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সহ: সম্পাদক এনামুল হক রাশেদী, সাংগঠনিক সম্পাদক মোঃ ছৈয়দুল আলম ছৈয়দ, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম মিরাজ, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সহ: অর্থ সম্পাদক দিদারুল আলম ,দপ্তর সম্পাদক মোঃ এরশাদ, সদস্য শামীম সরওয়ার, কফিল উদ্দিন প্রমুখ।
মত বিনিময় সভার পরপর নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে উপস্থিত সাংবাদিকবৃন্দ দিঘীর পাড় এলাকায় নির্মিত ২৫ টি ঘর সরেজমিনে পরিদর্শন করেন।