বিষাক্ত অ্যালকোহলে পানে মৃতের সংখ্যা বেড়ে ১০
দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হোমিও ঔষুধ ব্যবসায়ী আব্দুল মান্নানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের কারেছে।
আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃতরা হলেন- বিরামপুর পৌর শহরের হঠাৎপাড়া মহল্লার শফিকুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জুয়ারা, শান্তিনগর মহল্লার মো. আনোর ছেলে আব্দুল মতিন, মাহমুদপুর মহল্লার আব্দুল খালেকের দুই ছেলে আব্দুল আলিম এবং মো. শাহিন, মো. তোজাম শাহর ছেলে আজিজুল ইসলাম, সুলতানের ছেলে মহসীন আলী, আজিজার রহমানের ছেলে সোহেল রানা, আফিল উদ্দিনের ছেলে মো. মনো মিয়া এবং ইসলামপাড়া মহল্লার তাপস রায়ের ছেলে অমৃত।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান দশ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বুধবার থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজে তাদের মৃত্যু হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ হবার পর তাদের মৃত্যু হয়েছে।
বিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে এখন পর্যন্ত ১৫ জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর অসুস্থদের বরাত দিয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, যারা মৃত্যুবরণ করেছেন তারা আটক মান্নানের হোমিও দোকান ছাড়াও বিভিন্ন অবৈধ হোমিও দোকান থেকে রেক্টিফাইট স্পিরিট কিনেছিলেন। এরপর কয়েকটি গ্রুপে একসাথে টাইগার নামের কোমল পানিয়ে মিশিয়ে এসব পান করেছিলেন।