জেলার খবর

ধামরাই পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী গোলাম কবির মেয়র নির্বাচিত ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে ৭জন জয়ী ২জন নতুন।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে
নৌকা প্রতিকের প্রার্থী গোলাম কবির মেয়র নির্বাচিত ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে ৭জন জয়ী ২জন নতুন।

২৮শে ডিসেম্বর ২০২০ রোজ সোমবার অনুষ্ঠিতব্য ধামরাই পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয় ।
ধামরাই পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪২৬৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ২০৫৭৯ ভোট,মহিলা ভোটার সংখ্যা ২২০৬৫ ভোট।

ধামরাই পৌরসভা নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ১১০ ভোট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীক এর প্রার্থী শওকত হোসেন পেয়েছেন ২৭২ ভোট।

ধামরাই পৌর সভার নির্বাচনের বেসরকারি ভাবে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ- ১নং ওয়ার্ডে মোঃ আরিফুল ইসলাম আরিফ, ২নং ওয়ার্ডে মোঃ আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে মোঃ মোকছেদ আলী,৪ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৫ নং ওয়ার্ডে আমিনুল হাসান গার্নেল,৬ নং ওয়ার্ডে মোঃ সাহেব আলী,৭ নং ওয়ার্ডে মোঃ মনিরুজ্জামান মনির,৮ নং ওয়ার্ডে মোঃ শহিদুল্লাহ,৯ নং ওয়ার্ডে মোঃ আবু সাইদ।

সংরক্ষিত আসন মহিলা কাউন্সিলর ১,২,৩, ফারহানা হোসেন,৪,৫,৬ ওয়ার্ডে শিরিন আক্তার শিখা, ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা খানম শিউলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button