জেলার খবর

ধামরাই পৌরসভার নির্বাচন প্রচারণার শেষ দিনেও প্রচারণায় এগিয়ে মেয়র পদে গোলাম কবির এর নৌকা প্রতীক।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই পৌরসভার নির্বাচন প্রচারণার শেষ দিনেও প্রচারণায় এগিয়ে মেয়র পদে গোলাম কবির এর নৌকা প্রতীক।

আসন্ন ২৮ ডিসেম্বর ধামরাই পৌর সভা নির্বাচন , আজ রাত ১২টা পর্যন্ত প্রচারনা শেষ সময়। প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে দিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতির মধ্যে দিয়ে শেষ মুহুর্তের প্রচারণা চালাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থিরা।

ভোটের মাঠে প্রচারণায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থির নৌকা প্রতিকের উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এর সকল পর্যায়ের নেতাকর্মী প্রচারণা অংশ গ্রহন ছিল চোখে পরার মত। সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় তিনি তার সময়ে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা ধরে রাখতে জনগন তাকেই ভোট দিবেন।

পুনরায় জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার ব্যাপক উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে আধুনিক মডেল পৌরসভা গড়ে তুলে পৌরবাসীর সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে বিএনপি‘‘র মনোনিত প্রার্থী ও সমর্থকরা নানা অভিযোগ তুলে ভোটের মাঠে তেমন সরব উপস্থিতি দেখা যায়নি। কোন নির্বাচনী সভা, মিছিল না করেও বিএনপি মনোনিত প্রার্থীর আশাবাদ নিরপেক্ষ ও সুষ্ঠু নিবাচন হলে তিনিই জয়ী হবেন।

ধামরাই পৌর সভার ভোটারা নির্ভয়ে সুষ্ঠ সুন্দর পরিবেশে যোগ্যপ্রার্থী নির্বাচন করতে চান। ধামরাই পৌর সভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন।

এদের মধ্যে মেয়র পদে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির(নৌকা), সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু(ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার সাধারণ সম্পাদক ক্বারী মোঃ শওকত হোসেন (হাতপাখা)প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে তিন জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা নৌকা প্রতিকের প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন। এমনকি স্মরণ কালের সুসংগঠিত ঐক্যবদ্ধ ধামরাই পৌর ও উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতিকের পক্ষে নজিরবিহীন ভাবে দিনরাত সমান তালে প্রচার-প্রচারণা ও নৌকা প্রতিকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে চলেছেন বিরামহীন ভাবে।

প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এমনকি কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ,ঢাকা জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ,বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিগন প্রচারণায় অংশ গ্রহণ করেছেন।
অপর দিকে মেয়র পদে অন্য দুই প্রার্থীর পোষ্টার ও প্রচারণা নামে মাত্র দেখা গেছে।

ধামরাই পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪২ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ ও ২২ হাজার ৬৫ জন নারী ভোটার রয়েছে। ২১টি কেন্দ্রে ১০৮টি ভোটকক্ষে ভোটাররা ইভিএম“য়ে ভোট প্রদান করবেন।

আজ প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য পরীক্ষা মূলক ইভিএম এ ভোট দেয়া পদ্ধতি দেখানো হয়। ভোটাররা পরীক্ষা মূলক ইভিএম এ ভোট দেয়ার সময় খুব উচ্ছ্বসিত ও আনন্দিত ভাব পরিলক্ষিত হয়েছে। পৌর নাগরিক ও ভোটাররা ইভিএম পদ্ধতিকে খুব সহজ বলে অভিহিত করেছেন।

কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আলোচিত ওয়ার্ড ৩ নং ওয়ার্ড এতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামাত- ফুফাত ভাই বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর এরা হলেন বর্তমান কাউন্সিলর আলহাজ্ব আব্দুর রহমান বাবুল ও প্রাক্তন দুই বারের কাউন্সিলর মোঃ মোকছেদ আলী।

৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব জাকির হোসেন ও তরুণ কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম গার্নেল এর কর্মী সমর্থকদের মধ্যে উত্তজনা মূলক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। এদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এমনকি কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম গার্নেল গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

অপর দিকে ৮নং ওয়ার্ডে পরষ্পর তিন বারের কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্ ও তরুন উদীয়মান কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম তীব্র প্রতিবন্ধীতা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এখন দেখা যাবে ২৮শে ডিসেম্বর পৌর নির্বাচনে ভোটাররা কাকে মেয়র ও কাউন্সিলর পদে কোন কোন প্রার্থীকে কাউন্সিলর নির্বাচিত করে।

প্রচারণার সময় ভোটাররা সব প্রার্থীকে ভোট দিয়ে দিয়েছেন কাউকেই নিরাশ করেননি বলে প্রার্থীরা জানান সব প্রার্থীরা জানান আমি বিজয়ী হবো।

মূলত ভোটাররা কারোর মনে দুঃখ দিতে চাননি এমনকি কারোর সাথে শত্রুতা এড়াতে যে ভোট চেয়েছেন তাকেই আশ্বাস দিয়েছেন ভোট আপনিই পাবেন কারণ সব প্রার্থীই এক সাথে যায়নি, ভিন্ন ভিন্ন সময়ে গিয়েছে। এখন দেখার অপেক্ষা ভোটাররা কাদের মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করেন?)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button