আরো...

ক্যান্সারে আক্রান্ত শিশু মীম বাঁচতে চায়, সহযোগিতার চাই সবার।

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)

ক্যান্সারে আক্রান্ত শিশু মীম বাঁচতে চায়, সহযোগিতার চাই সবার।

মিমের শরিলে বয়ে চলছে মরন ব্যাধি ক্যান্সার
তার আপন বলতে নানি,আর মা ছাড়া আর কেহ নাই পৃথিবীতে।

বাবা মৃত মা মোছাঃ সপ্না বেগম যশোরের নওয়াপাড়া ঘাটে দিন মজুরির কাজ করে খুবই সমস্যার মধ্যে সংসারের খরচ বহন করছেন।

ক্যান্সারে আক্রান্ত শিশু মীমের মায়ের শরিলেও বইছে আরো একটি মরন ব্যাধি।

ছোট্ট মিম,৯ মাস বয়স থেকে এই মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত প্রতি মাসে দিতে হয় (৩) ব্যাগ রক্ত তাও আবার AB-গ্রুপ।

মীমের বয়স এখন (১২) বছর ৪০০ব্যাগ আর্প ব্লাড দিতে হয়েছে তার শরিলে জিবনের অর্ধেকের বেশি সমায় কেটেছে বিভিন্ন হসপিটাল ক্লিনিকে।

ঢাকা শহরের সরকারি,বে সরকারি হাসপাতালে দিনের পর দিন চিকিৎসার জন্য পার করেছে ‌ঢাকা মেডিকেল, ঢাকা পিজি ঢাকা বারডেম সহ বিভিন্ন স্থানে।

সমস্ত ডাক্তারের পরামর্শ ক্যান্সারে আক্রান্ত শিশু মীম কে দেশের বাহিরে চিকিৎসার জন্য।

এক মাসে (৩)/৪ বার রক্ত দেওয়া,প্রতিদিন ৩৫০টাকার ঔষধ তার পর দেশের বাহিরে চিকিৎসার জন্য নিতে হলে প্রয়োজন ২০ লক্ষ টাকা।

ছোট্ট মিম আজ ১২বছরে পদার্পণ করেছে ১২টা বছর তিলে তিলে বিনা চিকিৎসায় খুবই দুঃখ কষ্ট সহ্য করে বেঁচে আছে।

সমাজের সকল শ্রেণির মানুষের কাছে তার আকুতি,
আমি বাঁচতে চাই কখনো বাবার আদর পাইনি,ভাল ভাবে কিছু খেতেও পারিনি।

আমি সমাজের সকল সেচ্ছাসেবী, ও সকল পেশার মানুষের কাছে অনুরোধ করছি আপনারা যে যাই পারেন আমাকে বাঁচতে চিকিৎসার জন্য সহযোগিতা করুন।

সমাজের অর্থবান বিত্তবান দানবীর ও সমাজ সেবা মূলক সংগঠনের যে সমস্ত ভায়েরা মীম কে সহযোগিতা করতে চান সরাসরি মীম ও তার নানীর সাথে যোগাযোগ 01917421202 বিকাশ করে সহযোগিতা করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button