জেলার খবর

পাইকগাছায় জায়গা জমির বিরোধেকে কেন্দ্র করে মারপিটে আহত ২।

খুলনার পাইকগাছা প্রতিনিধি-ঃ

পাইকগাছায় জায়গা জমির বিরোধেকে কেন্দ্র করে মারপিটে আহত ২।

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে এক ভাই অপর দুই ভাইকে মারপিট করে আহত করেছে। আহত দু’ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিঢালীস্থ নিজেদের বসত বাড়ীতে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার হরিঢালী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে প্রবাসী মইন আমজাদ-এর সাথে জায়গা-জমি নিয়ে ভাই মুন্সী গোলাম মোস্তফা অপু’র দীর্ঘদিন ধর বিরোধ চলে আসছিল। মইন প্রায় ১৭ বছর কর্ম সূত্রে দুবাই (ইউএই) দেশে ছিলেন। তার পিতা আমজাদ হোসেন ১৯৯৮ সালে মৃত্যুবরণ করলে পিতার মৃত্যুান্তে মইনেরা ৪ ভাই ও ৮ বোন ওয়ারেশ থাকে। পিতার মৃত্যু পরবর্তী মইন ২ বোন আঞ্জলি মোস্তফা নাছরিন ও নাজনীন আক্তারদের নিকট থেকে জমি হেবা দলিল মূলে গ্রহণ করেন। সেই মোতাবেক পৈত্রিক ও হেবাকৃত ২.৭৮২৫ একর জমি অর্জন মুলে পৃথক ১০৬৬নং নামপত্তন সহ খারিজ খতিয়ান খুলে মইন আংশিক সম্পত্তির ভোগ দখলে আছে বলে জানা যায়। পিতার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি সুষ্ঠু ভাবে বন্ঠনের জন্য মইন স্থানীয় গন্যমান্য ব্যক্তির মাধ্যমে একাধিকবার ভাগ বাটোয়ারা সহ মিমাংসার চেষ্টা করলে তার কোন সুরাহা হয়নি। বরং মিমাংসা হতে না দিয়ে বার বার বানচাল করে দিয়েছে আপন মেঝ ভাই মুন্সী গোলাম মোস্তফা অপু। জানাগেছে, অপু বিআরএস ২৩০ দাগের ০.৯৫৫০ একর জমি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ সৃষ্টি করে আসছে। মইন দীর্ঘদিন বিদেশে থাকায় সুযোগ নেয় ভাই অপু। মইন তার নিজ নামে রেকর্ডকৃত ০.৯৫৫০ একর জমি বন্টনের জন্য এবং সুষ্ঠু বন্টন না হওয়া পর্যন্ত প্রতিপক্ষ মেজভাই উক্ত জমিতে কোন কিছু করতে না পারে এ লক্ষে গত ১৪ মার্চ অপুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মঈন এবং ২৩ এপ্রিল থানায় অপুর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে। যার নং- ১০৫৬। এসব কারণে ক্ষিপ্ত হয়ে ও জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মুন্সী গোলাম মোস্তফা অপু মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে ফেলে মইন ও অপর ভ্রাতা মুন্সী কামরুল ইসলামকে মারপিট করে আহত করে। পরে আহত দু’ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়। এ বিষয়ে মুন্সী গোলাম মোস্তফা অপু মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করেছে তারা।আমিও তাদের বিরুদ্ধে মামলা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button