জেলার খবর

সুনামগঞ্জ পৌরসভায় ৬৬ জনের মনোনয়ন দাখিল।

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ পৌরসভায় ৬৬ জনের মনোনয়ন দাখিল।

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ৬৬ প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন।

রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৩ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন মনোনায় দাখিল করেন। জেলা নির্বাচন অফিসে হাজির হয়ে স্ব স্ব প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

মেয়র পদে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত, বিএনপি সমর্থিত প্রার্থী মুর্শেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ।

সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। এদের মধ্য বর্তমান কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, সুমন মিয়া, আবুল হাসনাত কাওসার, আব্দুস সাত্তার মো. মাসুম রয়েছেন। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মনোনয়ন দাখিল করেছেন ৭ জন। তারা হলেন বর্তমান কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ, আব্দুস সাত্তার, শাহরিয়ার আহমদ রিগ্যান, মইনুদ্দিন আহমদ রিপন, মোজাহিদুল ইসলাম, সৈয়দ মাসুম আলী, রাজ কুমার।

৩নং ওয়ার্ডে মনোনয়ন দাখিল করেছেন ৪ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর ফয়জুন নুর, জাহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মোজাহের আলীভ ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর চঞ্চল কুমার লৌহসহ মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। বাকি তিনজন হলেন মিন্টু চৌধুরী, বোরহান উদ্দিন। ৫নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর গোলাম সাবেরীন সাবুসহ মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন। বাকিরা হলেন নীহার রঞ্জন দাস, মাহিন মিয়া, গণেশ রায়, এমদাদুল হক, বিমান কান্তি রায়, সামছুল ইসলাম পারভেজ, আলী আছহাব আহমদ, আবু বক্কর সিদ্দিক।
৬নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন তিন জন। তারা হলেন বর্তমান কাউন্সিলর আবাবিল নুর, রিগ্যান আহমদ, মনির উদ্দিন। ৭নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। তারা হলেন বর্তমান কাউন্সিলর সামসুজ্জান স্বপন, সাদেক হোসেন বাচ্চু, জুয়েল আহমদ, এনামুল আহমদ, আহসান জামিল আনাস।

৮নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। এরা হলেন নবীর হোসেন পীর, আহমদ নুর, সফিক মিয়া। ৯নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন সব চেয়ে বেশি প্রার্থী। দাখিলকৃত ১১ জন প্রার্থী হলেন মনফর আলী, গোলাম হোসেন, রফিকুল ইসলাম রবিন, এনামুল হক, মহিন উদ্দিন, কদর আলী, খেলু মিয়া, সাইফুর, তাজুল ইসলাম তারেক, নজরুল ইসলাম ও রুকন উদ্দিন।
এছাড়াও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী। ১, ২ ও ৩নং থেকে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। তারা হলেন শিরিনা আক্তার, পিয়ারা বেগম, সুজাতা রাণী।
৪, ৫ ও ৬নং থেকে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন। তারা হলেন বর্তমান কাউন্সিলর শেলি চৌহান মযনা, সামিনা চৌধুরী মনি, রিনা রহমান, মনোয়ারা বেগম বন্যা, চাঁদনী আক্তার, অর্চ্চনা চক্রবর্তী, মাহিন চৌধুরী।

৭, ৮ ও ৯নং ওযার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন তিন জন। তারা হলেন বর্তমান কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, ময়না বিবি, নাজমা আক্তার।
আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button