জেলার খবর

কেক কেটে জমকালোভাবে দেশ রূপান্তরের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

কেক কেটে জমকালোভাবে দেশ রূপান্তরের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

নারায়ণগঞ্জে পালিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়াস্থ রাইফেল ক্লাবে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধাণ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল।

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, দৈনিক সবারকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ ফয়েজউদ্দিন আহমেদ লাভলু, জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইফসুফ পাপ্পু, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, নারায়ণগঞ্জ ইলিয়াস ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দৈনিক কালেকন্ঠের জেলা প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি আলি হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হানান, লাইভ নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম, যুগান্তর স্বজন সমাবেশের জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম, দেশ রূপান্তরের জেলার ২য় সাংবাদিক প্রিতম মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র ২ বছরে দেশ রূপান্তর ব্যাপক সাফল্য অর্জন করেছে। রূপায়ন মিডিয়ার অন্যতম প্রতিষ্ঠান দৈনিক দেশ রূপান্তর সল্প সময়ে দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পাঠকের পূর্ণ আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক অমিত হাবীব এর সম্পাদনায় শক্তিশালী টিমওয়ার্কের মপ্রধান দেশ রূপান্তর আজ দেশের প্রধাণ দৈনিকগুলোর অন্যতম। বক্তারা দেশ রূপান্তরের উত্তোরোত্তর সাফল্য কামনা করে বলেন, অচীরেই প্রচার সংখ্যায় দেশের শীর্ষ দৈনিক হিসেবে স্থান করে নেবে দেশ রূপান্তর।

আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button