জেলার খবর

নিজ স্তন্যদানে ৩ সদ্যোজাত শিশুর কান্না থামিয়ে শান্ত করলেন চিকিৎসক।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

নিজ স্তন্যদানে ৩ সদ্যোজাত শিশুর কান্না থামিয়ে শান্ত করলেন চিকিৎসক।

দুধের জন্য কান্না ৩ সদ্যোজাতের, স্তন্যপান করিয়ে শান্ত করলেন চিকিৎসক।

এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনা কুলতলী ব্লক চিকিৎসা কেন্দ্র এ। মঙ্গলবার রাতে হাসপাতালে তিন নবজাতক শিশুর জন্ম হয়। আর তাদের মায়েরা সেই সময় শারীরিক সমস্যার কারণে সদ্যোজাতদের দুধ পান করাতে পারছিলেন না। তার ফলে খিদের জ্বালায় নবজাতকেরা কাঁদতে থাকেন। মহিলা চিকিৎসক তখন বুঝতে পেরে তাদের নিজের স্তন্যপান করান।

চিকিৎসক বলেন,” বাড়িতে আমারো ছোট সন্তান আছে সে তিনদিন ধরে দুধ পান করতে পায়নি। কারণ আমি ডিউটিতে ব্যস্ত। হাসপাতালে করোনা পরিস্থিতি এবং শিশু নিয়ে থাকার ব্যবস্থা না থাকায় তাকে বাড়িতে রেখে আসতে হয়েছে। শিশু দুধ না পেলে খিদের জন্য কষ্ট পাই, সেটা আমি বুঝি। তাই এইটিন সদ্যজাত কি নিজের স্তনের দুধ পান না করিয়ে থাকতে পারলাম না।

চিকিৎসকের মহানুভবতা মন ছুঁয়েছে তিন সদ্যজাত এর পরিজনদের। সত্যিই মেয়েরা মায়ের জাত তাই যেন আরও একবার প্রমাণ করলেন চিকিৎসক চিত্রলেখা সরদার।
সশ্রদ্ধ সম্মান জানাই ওই চিকিৎসক মা চিত্রলেখা সরদারকে।
সংগৃহীত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button