জাতীয়

করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করেই রাজধানীতে ঈদ উদযাপনের ধুম।

স্টাফ রিপোট-ঃ

করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করেই রাজধানীতে ঈদ উদযাপনের ধুম।

করোনাভাইরাসের সংক্রমণের ভয় উপেক্ষা করেই ঈদ উদযাপনে মশগুল ছিলো রাজধানীবাসী।
জনসমাগম এড়াতে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও নগরীর ফাঁকা জায়গাগুলোতে ভিড় করতে দেখা যায় নাগরিকদের। বেশিরভাগের মধ্যেই দেখা মেলেনি করোনা সংক্রান্ত সচেতনতা।
রাজধানীর হাতিরঝিলের দৃশ্য দেখে বোঝার উপায় নেই করোনা মহামারি চলেছে দেশে। প্রিয়জনসহ ঈদ উদযাপনে মেতেছেন নানা বয়সী মানুষ। বড়দের হাত ধরে এসেছে শিশুরাও। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মাঝেও নেই করোনা নিয়ে কোনো সচেতনতা। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই চলছে অবাধ মেলামেশা। তবে, এবারই প্রথম ঈদের দিনেও বন্ধ ছিল রাজধানীর বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানগুলো। তারপরও অনেকেই এসব স্থানের সামনে ভিড় করেছেন পরিদর্শনের আশায়।
এদিকে, ব্যক্তিগত গাড়ি থাকার সুযোগে রাজধানীর অদূরে পূর্বাচল এলাকায় ভিড় জমিয়েছেন অনেকে। জানালেন দীর্ঘ সময় ঘরবন্দি থাকায় বের হয়েছেন একটু দম ফেলতে।
নাগরিকদের এমন অসেচতন ঘোরাফেরায় করোনা পরিস্থিতির অবনতি হলে এই ঈদ আনন্দ পরিনত হতে পারে বিষাদে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button