ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ।
১২ ডিসেম্বর সনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় এঁর সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনামগঞ্জ জনাব মো: জসীম উদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রিফাতুল হক। ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
ডিজিটাল বাংলাদেশ-২০২০ উপলক্ষে প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জনাব মোবারক হোসেন ১ম স্থান, জনাব সৈকত দে সনাতন ২য় স্থান জনাব পপি ধর ৩য় স্থান অর্জন করে এবং স্কুল পর্যায়ে জনাব আহসান হাবীব ১ম স্থান, জনাব জামিলুর রহমান ২য় স্থান এবং জনাব যুবায়ের আহমদ ৩য় স্থান অর্জন করে। সেমিনারের শেষ পর্যায়ে উল্লিখিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।