(কবিতা)
প্রেম করে কাজ নেই
— মাইন উদ্দিন আহমেদ
এই ছেলে শোনো,
প্রেম করার দরকার নেই কোনো–
ঝুঁকি নিয়ে একটা মেয়েকে বললে
তুমি এই তুমি সেই, একটু চললে
মনে হয় তুমি নাচছো,
আরেকটু নড়লে লাগে যেনো
স্বর্গের ছোঁয়া পাচ্ছো!
মেয়েটা এক সময় বিশ্বাস করে
তোমার সব কথা
আর তখনই রোপিত হয়
ভুলের ইতিহাস,
এক সময় তোমার ভাগ্যে জোটে
ঐতিহাসিক ছ্যাঁকা,
মনে হয় তুমিই একমাত্র একা!
হয় মেয়ের বাবার দাবড়ানী
না হয় আপন পিতার দৌড়ানী
সব মিলিয়ে তুমি মজনু হলে,
ছেলেটা এতো অবুঝ কেনো, সবাই বলে।
এই মেয়ে শোনো–
প্রেমে পড়ার কি দরকার আছে কোনো?
ছেলেরা যা বলে তা করে বিশ্বাস
সদা দ্রুত হয় তোমার নিঃশ্বাস
আসলে ওতো বলে আবেগে কথা,
এ কথায় সুখ কম আছে অনেক ব্যথা!
এর চেয়ে চুপচাপ করে যাও কাজ
তোমার পিতাকে যখন চাপ দেবে সমাজ
এবং তোমার মাতা শুনবে ফিসফাস,
ওরা বুঝে ফেলবে তব মনো আশ–
একটা কিছু হয়ে যাবে ঠুশঠাশ!
পৃথিবীতে তথাকথিত প্রেমের জ্বালায়
অনেক ছেলেই ঘর ছেড়ে পালায়
তাই, এই ছেলে,
তোমাকে আবার বলি শোনো
অস্হির হবার কাজ নেই কোনো
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো তুমি
তোমার মাতা টাঙ্গিয়ে দেবেন মশারী
চুলায় তখন সেদ্ধ হবে খেসারী
স্বপ্নে তুমি দেখবে তখন লালপরী
কর্মশেষে ফিরবেন ঘরে তোমার বাপ
মা বলবেন, আসেন-যান চুপচাপ
ছেলের জন্য দেখেননা ক্যান পাত্রী,
তাকানতো ওর দিকে, উড়ন্ত যাত্রী!
তাকিয়ে কি যেনো দেখে
তিনি হাসেন৷ তারপর একটু কাশেন
এরপর আসল কথায় চলে আসেন।
এই ছেলে, এই মেয়ে–
তাইতো বলি শোনো স্বপ্ন দেখে কাজ নেই,
এক সময় কাউকে না কাউকে পাবে এমনিতেই!